শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কোটালীপাড়ায় হোমিও চিকিৎসক গ্রেফতার

গোপালগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৫:০১ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোলায়মান শাহ (৫০) নামে এক হোমিও চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এরআগেও ওই হোমিও চিকিৎসক এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিলো। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা চলামান রয়েছে।
গ্রেফতারকৃত সোলায়মান শাহ চাঁদপুর জেলার মতলব উপজেলার ছোট কিনারচর গ্রামের হযরত আলীর ছেলে। তিনি কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট বাজারে হোমিও চেম্বার খুলে চিকিৎসা করতেন।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বালেন, আজ বুধবার সোলায়মান শাহ নিজ চেম্বারে বসে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হোমিও চিকিৎসক সোলায়মান শাহকে হাতেনাতে আটক করে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্থানীয়রা সোলায়মান শাহকে পুলিশে সোপর্দ করে।

ওসি আরো জানান, ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোলায়মান শাহ এরআগে কোটালীপাড়া উপজেলার বুজুর্গোকোন বাজারে নিজের হোমিও চেম্বারে রোগী দেখতেন। গত মে মাসে চেম্বারে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। তখন স্থানীয়রা তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। তারপর স্থানীয়রা তার চেম্বার বন্ধ করে দেয়। সে ঘটনায় তার বিরুদ্ধে ওই শিশুরা মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলাটি বর্তমানে চলমান রয়েছে। এ মামলায় জামিনে বের হয়ে এস ওই চিকিৎসক কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট বাজারে একটি হোমিও চেম্বার খোলেন। সেই চেম্বারে তিনি দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন