শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নান্দাইলের রছুলপুরে দোয়া মাহফিল কাল

নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর দরবার শরীফে বাৎসরিক দোয়ার মাহফিল আগামীকাল ৪ জানুয়ারি সকাল ১০ ঘটিকা হতে পরদিন ফজর পর্যন্ত অনুষ্ঠিত হবে। শাহ সুফি আল্লামা মাওলানা মুর্শিদোনা প্রফেসর মুহাম্মদ আব্দুল খালেক ছতুরাবী (রহ.) ও শাহ সুফি মাওলানা মুর্শিদোনা মুহাম্মদ আক্তার হুসাইন রসুলপুরী (রহ.) হুজুর ক্বিবলাদ্বয়ের স্মরণে রসুলপুর দরবার শরীফে বাৎসরিক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল পরিচালনা করবেন শাহ সুফি মাওলানা মুর্শিদোনা মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ্ (মু.জি.আ) পীর সাহেব ক্বিবলা, রসুলপুর দরবার শরীফ।
মাহফিলে প্রধান অতিথি এমপি আলহাজ আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি নান্দাইল উপজেলা চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল উপস্থিত থাকবেন। মাহফিলে প্রধান আকর্ষণ ভারতের জৌনপুর পীর সাহেব আল্লামা মুফতি ড. সাইয়্যিদ মুহাম্মদ এনায়েতুল্লাহ্ আব্বাসী ওয়া সিদ্দিকী। মাহফিলে দেশবরণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন