বাজিতপুর বাজারের ৫টি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুন নিভাতে এসে বাজিতপুর ফায়ায় সার্ভিসের একটি গাড়ি খাদে পড়ে যায়। পরে পাশবর্তী উপজেলা কটিয়াদি ও কুলিয়ারচর হতে ফায়ায় সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজিতপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল গণি জানান, বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। জানা যায়, গত শুক্রবার দিনগত রাত প্রায় ২টায় বাজিতপুর বাজারের থানা রোডে ব্রিজের পাশে একটি দোকানে আগুন দেখতে পেয়ে লোকজন ফায়ায় সার্ভিসে ফোন করে।
ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আগুন নিভাতে এসে একটি গাড়ি খাদে পড়ে যায়। পরে পাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে একসাথে ঘণ্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে জেলা ফায়ায় সার্ভিস কর্মকর্তা ডিইজি মোবারক হোসেন ঘটনস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়িটি উদ্ধার চেষ্টা চলছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করেন তাদের বিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন