স্বাভাবিক নিয়মেই পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করেন সবাই। কিন্তু এমন কিছু মানুষ রয়েছেন যারা ব্যতিক্রম কিছু করতে ভালোবাসেন। তেমনই এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়ার বিষ্ণুপুরে। এ এলাকার যুবক সদানন্দ দত্ত ব্যতিক্রমভাবে বরণ করেছেন ইংরেজি নববর্ষকে। তিনি লালবাঁধের একটি জলাশয়ে কনকনে ঠান্ডা পানিতে ২০২১টি ডুব দিয়ে স্বাগত জানান নতুন বছরকে। গত ৬ বছরের মতো এবারও তিনি নতুন বছরকে এভাবেই বরণ করে নিলেন। তাই নতুন বছরের প্রথম দিন সাতসকালে শহরের লালবাঁধে যান তিনি। সেই সময় তার অভিনব বর্ষবরণ দেখার জন্য লালবাঁধের পাড়ে মানুষজন ভিড় জমাতে থাকে। উপস্থিত লোকজন করতালির মাধ্যমে উৎসাহ দেন সদানন্দকে। কনকনে ঠান্ডা পানিতে ২০২১টি ডুব দিতে তার সময় লাগে ৪৫ মিনিট। আর এভাবেই নতুন বছরকে স্বাগত জানান তিনি। ৪৫ মিনিট লালবাঁধের কনকনে ঠান্ডা পানিতে একটানা ডুব দিয়ে উপরে ওঠে এসে সদানন্দ বলেন, ২০২১টি ডুব দেওয়ার মাধ্যমে নিজের মতো করে স্বাগত জানালাম নতুন বছরকে। গিনেস বুকে নাম তোলার ইচ্ছা রয়েছে আমার। কিন্তু কিভাবে কোথায় যোগাযোগ করতে হবে তা কিছুই জানা নেই। এদিকে নতুন বছরে মন্দির নগরীতে ঘুরতে এসে এমন অভিনব বর্ষবরণের সাক্ষী হতে পেরে পর্যটকরাও অনেক খুশি। দ্য ওয়াল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন