শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

নতুন বছরের শুভেচ্ছা তামিম-সাকিবদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ এপ্রিল, ২০২২, ৪:৪৬ পিএম

আজ পহেলা বৈশাখ। শুভ নববর্ষ ১৪২৯ এর প্রথম দিন। দেশজুড়ে মহাসমারোহে চলছে বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালিরা শামিল হয়েছেন এই উৎসবে। নিজ নিজ ফেসবুক পাতায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এ উৎসবে শামিল হয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবালরা। নিজ ফেসবুক পাতায় নববর্ষের একটি নান্দনিক ছবি পোস্ট করেছেন তিনি।

সাকিব নিজের ফেসবুকে লিখেন, ‘বৈশাখের রঙে আমাদের সকলের জীবন হয়ে উঠুক রঙিন। উৎসব ও উল্লাসে স্বাগত জানাই নতুন বাংলা বছরকে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪২৯।’ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালও। তিনি লিখেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও শুভেচ্ছা জানিয়েছেন নতুন বছরের। তিনি ফেসবুকে লিখেছেন, ‘নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এই বছর আপনার জীবনে সুখী ও সমৃদ্ধ ভরে উঠুক। আপনাকে এবং আপনার পরিবারকে শুভ নববর্ষ!’ এছাড়া জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের অনেক তারকা ক্রিকেটার এই শুভেচ্ছা জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন