শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

ঝালকাঠির রাজাপুর শহরের বাজারের খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি প্রতিরোধ মঞ্চের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে দুপুর ১২টায় রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মোক্তার হোসেনের হাতে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনের নেতৃবৃন্দ।
এ আন্দোলনের সাথে সংহতি জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ ক্ষতিগ্রস্থ এলাকার জনসাধারণ। মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা কমিটির সভাপতি প্রিন্সিপাল শাহজাহান মোল্লা, বি আর ডিবি চেয়্যারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি মো. আবুল হাসানাত আবদুল্লাহ সুমন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন