বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন ৮৮ পরিবার

ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীর পরিদর্শন

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে ভ‚মিহীন ও গৃহহীনদের জন্য খাস জমিতে নির্মাণ করা হয়েছে সরকারি ঘর। প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে ঘর পাবেন উপজেলার ৮৮টি পরিবার। এতে করে ভ‚মিহীনরা মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন।
গত শনিবার সন্ধ্যায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ঘর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, আশ্রায়ণের অধিকার, শেখ হাসিনার উপহার, সেøাগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় যাদের জমিও নেই ঘরও নেই তাদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনা যাদের ঘর নেই জমি নেই তাদের পুনর্বাসন করা হবে। তার নেতৃত্বে সারা দেশে আমরা কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতায় আমরা আমাদের দেশকে উন্নত দেশে পরিণত করতে চাই।
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ১২টি ইউনিয়নে এই ঘরের সুবিধা পাবেন। ২ শতাংশ খাস জমিতে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘরের সাথে বারান্দা, রান্না ঘর ও সংযুক্ত টয়লেটসহ নির্মাণ কাজ করা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে গৃহহীনদের তা বুঝিয়ে দেয়া হবে।
এ সময় উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এম আবু তাহের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান রোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন