শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের ঘাটাইলে যৌতুকের না পেয়ে মর্জিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কামারচালা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তার স্বামী সাইফুল ইসলাম (৩৫)-কে আটক করেছে। এব ্যাপারে নিহত গৃহবধূর ভাই বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের আমুয়াবাইদ গ্রামের নুর হোসেনের মেয়ে মর্জিনা আক্তারের (৩০) সাথে ১২/১৩ বছর পূর্বে কামালরচালা গ্রামের সাইফুল ইসলামের (৩৫) সাথে মর্জিনার বিয়ে হয়। তাদের সংসারে শান্তা (৯) নামে এক কন্যা ও মুহিত (৩) নামে এক ছেলে আছে। সম্প্রতি সাইফুল স্ত্রী মর্জিনাকে বাবার বাড়ি থেকে এক লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ দেয়। এ নিয়ে গত বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। গড়ার একপর্যায়ে সাইফুল তার স্ত্রী মর্জিনাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং বেধড়ক মারপিট করে। এ সময় মর্জিনা মাটিতে লুটিয়ে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, গৃহবধূ নিহতের ঘটনায় তার ভাই মুন্নাফ বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন