শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ছাতকে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সুনামগঞ্জের ছাতক পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত কলেজছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রিমন আহমদের (১৮) মৃত্যু ঘটে। সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের রইছ উদ্দিনের পুত্র। সে স্থানীয় জাউয়াবাজার কলেজের একাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে। জানা যায়, গত ২৩ আগস্ট সন্ধ্যায় জাউয়াবাজারে  কেনাকাটা শেষে ফেরার পথে সেনপুর রাস্তায় প্রতিপক্ষের হামলায় আহত হন সেনপুর গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী সামছুন নাহার (৪৫), ঠিকাদার আব্দুল কাইয়ূম (৪০), মৃত আরিছ উল্লার পুত্র বাহার উদ্দিন (৪৮) ও রইছ উদ্দিনের পুত্র রিমন আহমদ (১৮) আহত হন। আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত বাহার উদ্দিন ও রিমন আহমদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার সময় একই গ্রামের আব্দুস সুবহান, আব্দুল কাহার, আব্দুস সাত্তার, ফারুক আহমদ, কালা মিয়া, জামিল আহমদ কুটি ও সাদিক মিয়াসহ ১০-১২ জন সশস্ত্র লোক রাস্তায় তাদের ওপর হামলা চালায়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হত্যার উদ্দেশ্যে তাদের ওপর এ সশস্ত্র হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বাহার উদ্দিন (৪৮) ও রিমন আহমদকে। এখনো বাহার উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির ও ইউপি সদস্য আব্দুল আলিমসহ পরিষদের নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন রাতের বেলা রাস্তায় হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক দাবি করে বলেন, কলেজছাত্র রিমন হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন