বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

কেরানীগঞ্জে লেগুনা ও সিএনজি মালিক-চালক সংঘর্ষে আহত ১০ গাড়ি ভাঙচুর

প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকার কেরানীগঞ্জে লেগুনা পরিবহনের চালক-হেলপারদের উপর সিএনজি অটোরিকশার মালিক-চালকদের হামলার ঘটনা ঘটে। হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এই ঘটনায় লেগুনা পরিবহনের ১০/১২টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আহতরা সবাই লেগুনা পরিবহনের চালক ও হেলপার। আহতরা হলো- মোঃ স্বাধীন মিয়া (২৫), মোঃ ইমন (২৫), মোঃ বাবুল হোসেন (৪০), মোঃ রুবেল (২০), মোঃ শাহিন (৩৫), মোঃ আবুল হোসেন (৩৫), মোঃ ইমন মিয়া (২৬) মোঃ জুয়েল হোসেন (২০), মোঃ নাছির উদ্দিন (২৩) ও  মোঃ মাসুদ হোসেন (২২)। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। রাজেন্দ্রপুর লেগুনা পরিবহনের মালিক মোঃ বাবুল হোসেন জানান, সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-মাওয়া মহাসড়কে তিন চাকাবিশিষ্ট সিএনজি অটোরিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা করলে যাত্রী সাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। এতে যাত্রী সাধারণের সুবিধার্থে আব্দুল্লাহপুর এলাকা থেকে ইকুরিয়া ও হাসনাবাদ পর্যন্ত ৪৫টি লেগুনা পরিবহনের চার চাকাবিশিষ্ট গাড়ি চলাচলের জন্য চালু করা হয়। বেশ কিছুদিন ধরেই এসব গাড়ি নিয়মিত চলাচল করে আসছিল। গতকাল বৃহস্পতিবার সকালে গাড়িগুলো ইকুরিয়া ও হাসনাবাদ এলাকায় গেলে এ সময় সিএনজি অটোরিকশার মালিক ও চালকরা একত্রে লেগুনা পরিবহনের চালক ও হেলপারদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদের বেদম মারধর করে এবং ১০/১২টি গাড়ি ভাঙচুর করে। এতে লেগুনা পরিবহনের ১০ জন চালক আহত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন