শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জমে উঠেছে কাউন্সিলর নির্বাচন

পিরোজপুর পৌরসভা

পিরোজপুর থেকে সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

পিরোজপুর পৌরসভায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান মালেক নির্বাচিত হওয়ার পর সকলের দৃষ্টি এখন কাউন্সিলর নির্বাচনের দিকে। পিরোজপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩০ জন প্রার্থী কাউন্সিলর পদে ও ৮ জন সংরক্ষিত মহিলা ওয়ার্ডের জন্য কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ওয়ার্ডের প্রার্থীরা ভোটের জন্য বিভিন্ন জায়গায় প্রচার, প্রচারণা চালাচ্ছেন। এমনকি প্রার্থীদের লোকজন বিশেষ করে পুরুষদের পাশাপাশি মহিলারাও বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের পক্ষে ভোট চাচ্ছেন। প্রার্থীরাও দিচ্ছেন নানা ওয়াদা ও প্রতিশ্রুতি।
এবারের নির্বাচনে রয়েছেন বেশ কিছু তরুণ প্রার্থী। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান হামদু সিকদারের পুত্র মো. নাছির উদ্দিন সিকদার সাগর। তিনি জানান, বর্তমান সরকারের উন্নয়নের যে ধারাবাহিকতা অব্যাহত রয়েছে সেই ধারাবাহিকতায় উন্নয়নমূলক কাজ করতে চাই। সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে কাজ করে যেতে চাই। ৫ নম্বর ওয়ার্ডে আর একজন নতুন প্রার্থী সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দিন সোহেল জানান, তিনিও বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে চান। তিনিও সন্ত্রাস ও মাদক মুক্ত এলাকা গড়ে তুলতে চান।
৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী সাবেক কাউন্সিলর আনোয়ারুল কবির সিকদার জানান, অতীতের মতো এবারও গরীব, দুখি অসহায় মানুষের পাশে থাকতে চাই। ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী আব্দুল আলিম সিকদার বলেন, আমার কাছে কাউকে আসতে হবে না, নিজেই মানুষের কাছে গিয়ে পৌঁছাবো। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সকল প্রকার ভাতা নিশ্চিত করে এলাকার উন্নয়নের জন্য কাজ করবো।
এছাড়া ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী ইশিতা বেগম হ্যাপি বলেন, সব সময় দুঃস্থ, অসহায় ও স্বামী পরিত্যক্তা মহিলাদের পাশে থাকবো এবং সকল প্রকার নাগরিক সুবিধা নিশ্চিত করবো। আগামী ১৬ জানুয়ারি পিরোজপুর পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন