শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বকেয়া ১৯৩ কোটি টাকা পৌরসভায় ৯৯৫ কর্মী অবসরে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

দেশের বিভিন্ন পৌরসভায় অবসরে যাওয়া ৯৯৫ জন কর্মচারীর বেতন-ভাতাসহ মোট ১৯৩ কোটি টাকা বকেয়া রয়েছে। পাওনা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরেও কোনো কাজ হচ্ছে না। ফলে মানবেতর জীবন-যাপন করছে ভুক্তভোগীদের পরিবার।
গতকাল শুক্রবার বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএপিএস) কেন্দ্রী কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএপিএসের তথ্য বলা হয়, ৩২৮টি পৌরসভায় কর্মচারীদের বেতন-ভাতাসহ মোট বকেয়া রয়েছে ১ হাজার ৩২ কোটি টাকা। এ পর্যন্ত অবসরে গেছেন ৯৯৫ জন, যাদের বকেয়া মোট ১৯৩ কোটি টাকা। এসব বকেয়া ও অবসর ভাতার টাকার জন্য মেয়রদের দ্বারে দ্বারে ভুক্তভোগীরা ঘুরলেও কোনো কাজ না হওয়ায় মানবেতর জীবন-যাপন করছেন তারা। এ সমস্যার দ্রুত সমাধান ও পাওনা পরিশোধে প্রধানমন্ত্রীসহ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের কড়া নজরদারি থাকায় ঈদের আগেই বেশিরভাগ পৌরসভায় বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে। এরপরও ২-৪৪ মাস পর্যন্ত বেতন বকেয়া পড়েছে প্রায় ১০০টি পৌরসভায়। যেসব পৌরসভায় বেতন বাকি রয়েছে। এসব পৌরসভা গুলো হচ্ছে, ঢাকা বিভাগের কালিহাতি পৌরসভায় ১৬ মাস, গোপালপুরে ২০ মাস, ধনবাড়ীতে ৩ মাস, কটিয়াদীতে ৩ মাস, মনোহরদীতে ১০ মাস, ডামুড্ডায় এক মাস, পাংশায় ৭ মাস, গোয়ালন্দে দুই মাস এবং রাজবাড়ী পৌরসভায় ৯ মাসের বেতন বকেয়া রয়েছে। বরিশাল বিভাগের পটুয়াখালী পৌরসভায় ৬ মাস, পাথরঘাটায় ১০ মাস, বাকেরগঞ্জে ৬ মাস, চরফ্যাশনে ৬ মাস, বানারীপাড়ায় ৮ মাস, নলছিটিতে ১৮ মাস, মঠবাড়ীয়ায় ১৭ মাস, দৌলতখানে ১২ মাস (গড়ে), লালমোহন পৌরসভায় ৩৩ মাস (গড়ে) বেতন বকেয়া রয়েছে। আর সিলেট বিভাগের কমলগঞ্জ পৌরসভায় ২ মাস, দিরাইয়ে ৭ মাস, মৌলভীবাজার পৌরসভায় বর্ধিত বেতন, পিএফ ও গ্রাচুইটি বকেয়া রয়েছে। চট্টগ্রাম বিভাগের লাঙ্গলকোট পৌরসভায় ১৪ মাস, লক্ষ্মীপুরে ৫ মাস, রামগঞ্জে ৩ মাস, রামগতিতে ১৪ মাস, রায়পুরে ১০ মাস, কবিরহাটে ২৫ মাস, চাটখিলে ৬ মাস, চন্দনাইশে ৩ মাস, বাশখালীতে ৩ মাস, বান্দরবনে ১২ মাস, বাঘাইছড়িতে ৪০ মাস, খাগড়াছড়িতে ৩ মাস, মাটিরাংগায় ২১ মাস, রামগড়ে ৩৯ মাস, সেনবাগ পৌরসভায় ২৫ মাসের বেতন বকেয়া রয়েছে।
ময়মনসিংহ বিভাগের ঈশ্বরগঞ্জ পৌরসভায় ৯ মাস, মুক্তাগাছার ৬ মাস, শ্রীবরদীর ৮ মাস, সরিষাবাড়ীতে ৬ মাস, দেওয়ানগঞ্জ ১০ মাস, ইসলামপুর ১ মাস, নান্দাইলে ১০ মাস এবং কেন্দুয়া পৌরসভায় ৯ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগের শাহজাদপুর পৌরসভায় ১ মাস, কাজীপুরে ২ মাস, আক্কেলপুরে ৬ মাস, শীবগঞ্জে ২৩ মাস, রহনপুরে ৬ মাস, শান্তাহারে ৫ মাস, কাহালুতে ১১ মাস, সারিয়াকান্দিতে ৪০ মাস, ফরিদপুরে ৭ মাস, গুরুদাশপুরে ২৮ মাস, নন্দীগ্রামে বোনাস বকেয়া, আর গাবতলিতে ১১ মাস, সোনাতলায় ৫ মাস, শেরপুরে ২০ মাস (গড়ে), বাঘায় ৩ মাস, পুঠিয়ায় ৮ মাস, তাহেরপুরে ৭ মাস, কাটাখালীতে ৪৭ মাস, কাকনহাটে ৫ মাস, মুন্ডুমালাতে ৮ মাস, কেশরহাটে ৮ মাস, আড়ানীতে ১ মাস, সুজানগরে ১৪ মাস এবং সাথীয়া পৌরসভায় ৪০ মাসের বেতন বকেয়া রয়েছে। খুলনা বিভাগের বাঘারপাড়া পৌরসভায় এক মাস, যশোরে ২ মাস, গাংনীতে ২৩ মাস, মেহেরপুরে ২১ মাস, নড়াইলে ৩ মাস, কালিয়ায় ১১ মাস, লোহাগড়ায় ৫ মাস, আলমডাংগায় ৭ মাস, জীবননগরে ৬ মাস, কুমারখালীতে ৪৪ মাস, খোকসায় ৩১ মাস, মিরপুরে ১৬ মাস, মাগুরায় ১২ মাস, বাঘেরহাটে ৪ মাস, মহেশপুরে ২১ মাস, কোটচাঁদপুরে ৩৬ মাস, শৈলকূপায় ১৯ মাস, কালীগঞ্জে ৪ মাস, সিংড়ায় ৭ মাস, বাঘাতিপাড়া পৌরসভায় ৩১ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া রংপুর বিভাগের ঘোড়াঘাট পৌরসভায় ৮ মাস,পার্বতীপুরে ১৫ মাস, ফুলবাড়িতে ৮ মাস, সুন্দরগঞ্জে ৮ মাস, গোবিন্দগঞ্জে ৪ মাস, ডোমারে ৯ মাস, রানীশংকৈলে ১৩ মাস, পীরগঞ্জে ৩৮ মাস, বিরামপুরে ১১ মাস, হারাগাছে ২১ মাস, লালমনিরহাট পৌরসভায় ৫ মাসের বেতন বকেয়া রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন