শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মীরসরাইয়ে রেললাইনের ওপর ঝুঁকিপূর্ণ বাজার

ইমাম হোসেন, মীরসরাই (চট্টগ্রাম) থেকে | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বারইয়ারহাট পৌরসদরের রেলক্রসিং এলাকায় রেললাইনের ওপর গড়ে ওঠেছে হাট-বাজার ও অবৈধ দোকানপাট। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি সম্ভবনা রয়েছে। রেল বিভাগ বিভিন্ন সময় উদ্যোগ নিলেও এখনো বাজার সরাতে পারেনি। এখানে একটি অসাধু চক্র গড়ে তুলছে দোকান ও কাঁচাবাজার।
সরেজমিনে দেখা যায়, ক্রসিং এর চারপাশের জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে দোকান ও কাঁচাবাজার। অসাধু একটি চক্রকে ম্যানেজ করে অবৈধভাবে দখল করে এসব দোকান তুলছে।
রেলওয়ের পরিবহন বিভাগের কর্মকর্তারা জানান, অবৈধ বাজারের জন্য নিরাপত্তায় স্থাপিত রোড এপ্রোচ ওয়ার্নিং সিস্টেম নিরাপদ দূরত্ব থেকে দেখা যায় না। ফলে যে কোনো সময় ট্রেন দুর্ঘটনায় ঘটতে পারে। কিছুদিন পর পর কর্তৃপক্ষ এই অবৈধ দোকানগুলো উচ্ছেদ করলেও কয়েকদিন যেতে না যেতেই স্থানীয় প্রভাবশালীদের মদদে আবার শুরু হয় রেল লাইনের মাঝখানে দোকান বসানো।
এ বিষয়ে চিনকি আস্তানা রেলওয়ে স্টেশনের মাস্টার মইনুল হুদা মজুমদার বলেন, বারইয়ারহাট পৌর সদরের রেলক্রসিং এলাকায় অবৈধ দোকান উচ্ছেদ করার দায়িত্ব পৌর বাজার কমিটির। এরপরও আমরা প্রায়ই রেলওয়ে পুলিশ দিয়ে ঐ এলাকায় উচ্ছেদ অভিযান চালাই। সম্প্রতি আমরা আবার ওই স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করবো।
বারইয়ারহাট পৌর বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক এম হেদায়েত উল্ল্যাহ বলেন, বারইয়ারহাট পৌর বাজারটি বারইয়ারহাট পৌরসভায় ইজারা দিয়ে থাকে। তবুও আমরা কয়েকবার ঝুঁকিপূর্ণ দোকানগুলো উচ্ছেদে অভিযান পরিচালনা করেছি। তারপরও প্রভাবশালীদের মদদে রেললাইনের উপর দোকান বসে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন