বৈশ্বিক ম্যাচ-ফান্ডিং প্রকল্পের অধীনে ‘ঝুঁকিপূর্ণ দেশগুলোকে’ করোনাভাইরাসের টিকা সুবিধা দিতে যুক্তরাজ্য বৈশ্বিক দাতা তহবিলে সহযোগিতা ১ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। রবিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। দাতাদের প্রতিশ্রুত প্রতি ৪ ডলারের সঙ্গে ১ পাউন্ড ম্যাচিংয়ের পর যুক্তরাজ্য টিকা সহায়তায় কোভেক্স অ্যাডভান্স মার্কেট কমিটমেন্টের (এএমসি) অধীনে বাড়তি আরও ৫৪৮ মিলিয়ন পাউন্ড তহবিল সরবরাহে অঙ্গীকার করেছে। কানাডা, জাপান ও জার্মানিসহ দেশগুলো ম্যাচ-ফান্ডিং প্রকল্পের অধীনে টিকা সহায়তায় এএমসি তহবিলে এখন পর্যন্ত ১.৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা পাওয়া গেছে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই তহবিল থেকে চলতি বছরে বিশ্বের ৯২টি উন্নয়নশীল দেশে ১০০ কোটির বেশি কভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করা হবে। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন