সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে হেলালী খাতুন নামে এক মাদ্রাসাছাত্রী। তবে ওই মাদ্রাসাছাত্রীর স্বজনরা ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাকে আত্মহত্যা না হত্যা বলে দাবি করছেন। বুধবার রাতে খাতা মধুপুর ইউপির মুসরত ধুলিয়া হাজিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভ্যানচালক তাহের আলীর মেয়ে মুশরত ধুলিয়া হাজীপাড়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী হেলালী খাতুন (১২) প্রতিবেশীর বাড়ি থেকে রাত ৯টার দিকে টিভি সিরিয়াল দেকে বাসায় আসে। বাবা-মা বাসায় না থাকায় একাকি তার ঘরে ঘুমিয়ে পড়ে। গত বৃহস্পতিবার সকালে শয়নকক্ষে সিলিংয়ের সাথে গলায় ওড়না পেঁচানো তার ঝুলন্ত লাশ দেখতে পায় নিহতের মামী সাহেরা খাতুন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে প্রশাসনের অনুমতি নিয়ে পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন করা হয়। নিহতের পিতা তাহের আলী বলেন, মোর বেটি ফাঁস দিয়া মরে নাই। ওকেক মারি ফেলা হইছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান জুয়েল চৌধুরী বলেন, বড়বোনের সন্তানকে দেখার জন্য হেলালীর বাবা-মা তারাগঞ্জে যাওয়ার সময় তাকে নিয়ে না যাওয়ায় সে অভিমান করে আত্মহত্যা করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন