শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সাটুরিয়ায় বেড়াতে এসে কিশোরী ধর্ষণের শিকার

সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ৮ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রী। নির্যাতনের শিকার ওই ছাত্রীকে একটি ঘরে আটকিয়ে মুখ বেঁধে জোর পূর্বক ধর্ষণ করা হয়।
ঘটনা জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয়ভাবে আপোষ মিমাংশার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত গত রোববার সন্ধ্যায় থানায় ধর্ষণ মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাড়ি বরিশালের গৌরনদীতে।
জানা যায়, সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামে ওই ছাত্রী বোনের বাড়িতে বেড়াতে আসে ৩দিন পূর্বে। গত শনিবার রাতে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় বাড়ির পাশে ওঁত পেতে থাকা পাতিলাপাড়া গ্রামের মো. জামাল সিং-এর ছেলে বখাটে পাভেল সিং ওরফে আলামিন তাকে মুখ বেঁধে নিয়ে তার শয়ন কক্ষে আটকিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ছাত্রীর চিৎকারে তার বোন বখাটে পাভেল সিংয়ের ঘর থেকে মুখ বাঁধা অবস্থায় নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে।
এ বিষয়টি নিয়ে এলাকার কয়েকজন মাতাব্বররা গত রোববার ৫০ হাজার টাকা দিয়ে আপোষ মিমাংশার নামে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান জানায়, এ ঘটনায় ধর্ষিতার বোন বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা দায়ের করেছে। ধর্ষণকারী পাভেল সিংকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন