শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের নিখুরদী, বৌঘাটা ও বাখুন্ডা গ্রামে ও আলিয়াবাদ ইউনিয়নের কয়েকটি গ্রাম ঘূর্ণিঝড়ে ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপি নগদ অর্থ প্রদান করেছেন। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর সদরের সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এ অর্থ প্রদান করেন। ত্রাণ ও অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ্ মোঃ আবু জাফর, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজীর আহমেদ তাবরীজ, জিয়া পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি এ্যাড. মোঃ আব্দুল হান্নান, জাসাস এর কেন্দ্রীয় কমিটির নেত্রী শাহারিয়ার ইসলাম শায়লা ও স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। গত বুধবার, বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ৩ দিনব্যাপী ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ ও অর্থ প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন