চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা
উপজেলার ঐতিহ্যবাহী পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাঁটু পানি থাকায় দারুণ বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃষ্টির পানিতে ঐ বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন জানান, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি বের হওয়ার কোন রাস্তা নেই। বিদ্যালয়ের চারিদিকেই বসতি ও পুকুর থাকায় বৃষ্টির পানি বিদ্যালয়ের মাঠ হতে বের হতে পারে না, যার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাঠে হাঁটু পানি জমে যায়। এই পানি ৩/৪ দিন পর্যন্ত থাকে। বৃষ্টি হলে আবার একই অবস্থা হয়। অতি বৃষ্টিতে অনেক সময় শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে। এ অবস্থায় কোমলমতি শিক্ষার্থীরা কাঁদাপানিসহ শ্রেণি কক্ষে আসে। অনেক সময় শিক্ষার্থীরা পড়ে গিয়ে তাদের বইপুস্তক ও ড্রেস ভিজে যায়। জানা যায় ১৯৬২ খ্রি: সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায পর থেকেই পাবলিক পরীক্ষা সমূহের ফলাফল সন্তোষজনক। শতভাগ পাশের সফলতা রয়েছে। এছাড়া বিদ্যালয়টি গত বছর জাতীয়ভাবে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ১ লক্ষ টাকা পুরস্কারও পেয়েছিল। এ বছরও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ে প্রায় সাড়ে ৬শ শিক্ষার্থী লেখাপড়া করছে। সাংস্কৃতিক দিক দিয়েই এগিয়ে আছে। সেখান থেকে ত্রৈমাসিক দেয়াল পত্রিকা প্রকাশসহ নানান ধরনের সাংস্কৃতিক কর্মকা- সচল রয়েছে। প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের মাঠসহ ভৌত অবকাঠামোর উন্নয়ন হলে আরো ভালো লেখাপড়া ও ফলাফল করানো সম্ভব। প্রধান শিক্ষক সরকারের সংশ্লিষ্ট মহলের নিকট উপরোক্ত সমস্যাদি দ্রুত সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন