শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বিদ্যালয় মাঠে হাঁটু পানি বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা

উপজেলার ঐতিহ্যবাহী পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাঁটু পানি থাকায় দারুণ বিপাকে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃষ্টির পানিতে ঐ বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন জানান, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি বের হওয়ার কোন রাস্তা নেই। বিদ্যালয়ের চারিদিকেই বসতি ও পুকুর থাকায় বৃষ্টির পানি বিদ্যালয়ের মাঠ হতে বের হতে পারে না, যার ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। মাঠে হাঁটু পানি জমে যায়। এই পানি ৩/৪ দিন পর্যন্ত থাকে। বৃষ্টি হলে আবার একই অবস্থা হয়। অতি বৃষ্টিতে অনেক সময় শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে। এ অবস্থায় কোমলমতি শিক্ষার্থীরা কাঁদাপানিসহ শ্রেণি কক্ষে আসে। অনেক সময় শিক্ষার্থীরা পড়ে গিয়ে তাদের বইপুস্তক ও ড্রেস ভিজে যায়। জানা যায় ১৯৬২ খ্রি: সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায পর থেকেই পাবলিক পরীক্ষা সমূহের ফলাফল সন্তোষজনক। শতভাগ পাশের সফলতা রয়েছে। এছাড়া বিদ্যালয়টি গত বছর জাতীয়ভাবে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ১ লক্ষ টাকা পুরস্কারও পেয়েছিল। এ বছরও শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। বিদ্যালয়ে প্রায় সাড়ে ৬শ শিক্ষার্থী লেখাপড়া করছে। সাংস্কৃতিক দিক দিয়েই এগিয়ে আছে। সেখান থেকে ত্রৈমাসিক দেয়াল পত্রিকা প্রকাশসহ নানান ধরনের সাংস্কৃতিক কর্মকা- সচল রয়েছে। প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের মাঠসহ ভৌত অবকাঠামোর উন্নয়ন হলে আরো ভালো লেখাপড়া ও ফলাফল করানো সম্ভব। প্রধান শিক্ষক সরকারের সংশ্লিষ্ট মহলের নিকট উপরোক্ত সমস্যাদি দ্রুত সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন