শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

উত্তরা টু মতিঝিল ৪৮ টাকা

মেট্রোরেলে ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সার প্রস্তাব

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২১, ১২:০৬ এএম

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত দূরত্ব ২০ দশমিক ১ কিলোমিটার। মেট্রোরেলে এ পথ পাড়ি দিতে ভাড়া গুনতে হবে ৪৮ টাকা ২৫ পয়সা। আর সবচেয়ে কম দূরত্বের জন্য মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। অর্থাৎ মেট্রোরেলে চড়লেই ভাড়া দিতে হবে ১০ টাকা।
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলে (এমআরটি-৬) প্রতি কিলোমিটারে দুই টাকা ৪০ পয়সা ভাড়ার প্রস্তাব করা হয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত ভাড়া নির্ধারণ কমিটির প্রথম সভা থেকে এ প্রস্তাব করা হয়। সড়ক পরিবহন মন্ত্রণালয় অনুমোদন দিলে এটাই চূড়ান্ত হবে। তবে ভাড়া আরও বাড়তে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটির প্রাক্কলন অনুযায়ী, দিনে চার লাখ ৮৩ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করবে। যাত্রী এর চেয়ে কম হলে পরিচালন ব্যয় উঠাতে ভাড়া বাড়াতে হবে।
জানা গেছে, মেট্রোরেল আইন-২০১৫ অনুযায়ী ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি রয়েছে ভাড়া নির্ধারণে। পরিচালনা ব্যয় বিশ্লেষণ করে কমিটি ভাড়া প্রস্তাব করেছে। তবে প্রস্তাবিত ভাড়া কার্যকর হলেও সরকারের মুনাফা উঠবে না মেট্রোরেল থেকে। শুধু পরিচালন ব্যয় উঠবে। লাভ করতে হলে ভাড়া আরও বাড়াতে হবে।
মেট্রোরেল কর্তৃপক্ষ ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)› ভাড়া নির্ধারণ কমিটির সভায় যে হিসাব দিয়েছে, তাতে প্রতি মাসে পরিচালন ব্যয় হবে ৬৯ কোটি ৯১ লাখ ৭২ হাজার ২২৯ টাকা। দৈনিক ব্যয় হবে দুই কোটি ৩৩ লাখ পাঁচ হাজার ৭৪১ টাকা। এর মধ্যে দুই কোটি টাকার বেশি যাবে শুধু জাইকার ঋণ ও সরকারের ব্যয় পরিশোধে। দৈনিক বৈদেশিক ঋণ বাবদ যাবে এক কোটি ৫৩ লাখ ৮৮ হাজার ৪৮৫ টাকা। সরকারের ব্যয় জোগাতে ৪৯ লাখ ৯১ হাজার ১৮৫ টাকা লাগবে দিনে। মেট্রোরেল পরিচালনার বেতন ভাতা বাবদ দিনে ১৩ লাখ ৯ হাজার ৭১৭ টাকা প্রয়োজন হবে। অন্যান্য প্রাশাসনিক খাতে ব্যয় ধরা হয়েছে পাঁচ লাখ ১১ হাজার ৬৮৫ টাকা। মেট্রোরেলের রক্ষাবেক্ষণে দিনে সাত লাখ টাকার প্রয়োজন হবে। ট্রেন পরিচালনায় দিনে বিদ্যুত বাবদ ৬৭ হাজার ৯৮৫ টাকা খরচ হবে। বিদ্যুতের বর্তমান দাম ধরে এ হিসাব করা হয়েছে। বিদ্যুতের দাম বাড়লে ভাড়াও বাড়াতে হবে। অন্যান্য ব্যয় ধরা হয়েছে দিনে তিন লাখ ৩৫ হাজার ৭৯৩ টাকা।
দৈনিক দুই কোটি ৩৩ লাখ পাঁচ হাজার ৭৪১ টাকা ব্যয় মেটাতে চার লাখ ৮৩ হাজার যাত্রী হলে কিলোমিটারে দুই টাকা ৪০ পয়সা ভাড়া নিতে হবে। ভাড়া নির্ধারণ কমিটির প্রধান ডিটিসিএ›র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান জানান, তারা সরকারের নির্দেশনা অনুযায়ী, কিলোমিটার প্রতি ভাড়া প্রস্তাব করেছেন। মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। ভাড়া চূড়ান্ত করবে সরকার। তবে প্রকৃত ভাড়া প্রস্তাবিত ভাড়ার চেয়ে কম/বেশি হতে পারে। মেট্রোরেলের বিধিমালার ২২ (খ) ধারা মতে বিবেচনায় নেওয়া হবে গণপরিবহনের ভাড়া। ঢাকার গণপরিবহনে প্রতি কিলোমিটারে বড় বাসে ভাড়া এক টাকা ৭০ পয়সা, মিনিবাসে ১ টাকা ৬০ পয়সা। বড় বাসে সর্বনি¤œ ভাড়া ৭ টাকা। মিনিবাসে ৫ টাকা। মেট্রোরেলেও থাকবে সর্বনি¤œ ভাড়ার নিয়ম।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলে স্টেশন থাকবে ১৬টি। কোনো কোনো স্টেশনের দূরত্ব এক কিলোমিটারেরও কম। ফার্মগেট থেকে কারওয়ান বাজার স্টেশনের দূরত্ব পৌনে এক কিলোমিটারের মতো। এত স্বল্প দূরত্বে কিলোমিটার হিসাবে নয়, বরং পৃথক সর্বনি¤œ ভাড়া থাকবে। কমিটি সূত্রে জানা গেছে, এ ভাড়া ১০ টাকার প্রস্তাব করা হয়েছে।
২১ হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে মেট্রোরেলের নির্মাণ কাজ চলছে। আগামী বছরে এর একাংশ চালু হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। প্রকল্প ব্যয়ের ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। বাকি পাঁচ হাজার ৩৯০ কোটি টাকা জোগান দিচ্ছে সরকার। ২০২২ সালের জুনে মেট্রোরেল চালুর ঘোষণা দেওয়া হবে। তবে এর মধ্যেই এমআরটি-৬ এর দৈর্ঘ্য বাড়ানোর সিদ্ধান্ত এসেছে। মতিঝিল থেকে এক দশমিক ৬ কিলোমিটার দূরে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে গিয়ে হবে আরেকটি মেট্রোরেলে স্টেশন। সেক্ষেত্রে মেট্রোরেলের স্টেশন একটি বাড়বে। সড়কের ওপর নির্মিত এসব মেট্রোরেল লাইনের নীচ দিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল করবে। এছাড়া মেট্রোরেল স্টেশনে থাকবে বাণিজ্যিক স্পেসও।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (24)
Manon Kha ১৬ জানুয়ারি, ২০২১, ১:৩০ এএম says : 1
বেশি ১.৫০ কি:মি: দরকার
Total Reply(0)
মুক্তিকামী জনতা ১৬ জানুয়ারি, ২০২১, ১:৩১ এএম says : 5
ভাড়া বেশি হয়ে যায়। আরেকটু কমানোর দরকার।
Total Reply(1)
zaman ১৯ জানুয়ারি, ২০২১, ১২:১৮ এএম says : 1
Dhakar sokol Gono poribohon vara Europe er moto korle sobcheye valo hobe. Europe er sokol Gono poribohon Buss, Trum, Metro Rail, Local Boat er Monthly Card kinte hoy. Monthly Card 30 days mullo 500-1000 taka depend on city. Kono City 500 taka , kono city 600 taka , kono city te 700 taka erokom. Monthly Card e sokol Gono poribohon travel kora jaay 30 days e jotobar ichha up
বদরুল সজিব ১৬ জানুয়ারি, ২০২১, ১:৩২ এএম says : 0
মেট্রো রেল চালু হলে যোগাযোগ সহজ হবে।
Total Reply(0)
হাদী উজ্জামান ১৬ জানুয়ারি, ২০২১, ১:৩২ এএম says : 1
ভাড়া ৩০ টাকা করলে ভালো হয়।
Total Reply(0)
মোঃ নাজমুল ইসলাম ১৬ জানুয়ারি, ২০২১, ১:৩২ এএম says : 1
ভাড়া যাই হোক সময় অনেক সেভ হবে।
Total Reply(0)
parvez ১৬ জানুয়ারি, ২০২১, ৭:১৯ এএম says : 0
' দিনে চার লাখ ৮৩ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করবে। যাত্রী এর চেয়ে কম হলে পরিচালন ব্যয় উঠাতে ভাড়া বাড়াতে হবে।' ...... আমার ঘোড়াও হাসছে। কেন ? ভাড়া কমিয়ে যাত্রীকে আকৃষ্ট করতে অসুবিধা কি ?
Total Reply(0)
Md. Zahirul Islam ১৬ জানুয়ারি, ২০২১, ৮:৩৯ এএম says : 1
যেখানে সরকার নির্ধারিত বাসের ভাড়া ১.৭০ প্রতি কিলোমিটার সেখানে মেট্রোরেলের ভাড়া ২.৪০ টাকার প্রস্তাব উদ্ভট, হাস্যকর ও উদ্দেশ্যপ্রনিদিত।
Total Reply(0)
Md. Zahirul Islam ১৬ জানুয়ারি, ২০২১, ৮:৩৯ এএম says : 2
যেখানে সরকার নির্ধারিত বাসের ভাড়া ১.৭০ প্রতি কিলোমিটার সেখানে মেট্রোরেলের ভাড়া ২.৪০ টাকার প্রস্তাব উদ্ভট, হাস্যকর ও উদ্দেশ্যপ্রনিদিত।
Total Reply(0)
Eshan ১৭ জানুয়ারি, ২০২১, ১২:৫৬ এএম says : 0
Kolkata metro ticket only 10 tk
Total Reply(0)
রাসেল মাহমুদ ১৭ জানুয়ারি, ২০২১, ১১:৫১ এএম says : 0
ভাড়া বেশি হয়ে যায়
Total Reply(0)
রাসেল মাহমুদ ১৭ জানুয়ারি, ২০২১, ১১:৫১ এএম says : 0
ভাড়া বেশি হয়ে যায়
Total Reply(0)
m m ১৭ জানুয়ারি, ২০২১, ৪:৫২ পিএম says : 0
30taka
Total Reply(0)
m m ১৭ জানুয়ারি, ২০২১, ৪:৫৩ পিএম says : 0
30taka
Total Reply(0)
Md.Kawsar Ahmad ১৭ জানুয়ারি, ২০২১, ৬:১০ পিএম says : 0
বাড়া বেশি হয়ে গেছে।
Total Reply(0)
তবিবার রহমান ১৭ জানুয়ারি, ২০২১, ৯:১৬ পিএম says : 0
প্রতি কিলোমিটার 2টাকা করলে ভাল হবে
Total Reply(0)
James Halder ১৮ জানুয়ারি, ২০২১, ১০:২১ এএম says : 0
ভাড়া নেওয়ার সিস্টেম টা ক্লিয়ার করা উচিত ছিল।
Total Reply(0)
নাছিমুলগনি ১৮ জানুয়ারি, ২০২১, ১২:৫৯ পিএম says : 0
ভাড়া ক ম পক্ষে 5 টাকা করা উচিত ।
Total Reply(0)
wahid ১৮ জানুয়ারি, ২০২১, ৩:২৬ পিএম says : 0
vara besi hoye jai, sorbocho 30tk hote hobe.
Total Reply(0)
wahid ১৮ জানুয়ারি, ২০২১, ৩:২৬ পিএম says : 0
বাড়া বেশি হয়ে গেছে।
Total Reply(0)
ইমরান হাসান ১৮ জানুয়ারি, ২০২১, ৫:৫১ পিএম says : 0
আমার মতে ভাড়াটা একটু বেশিই মনে হইতেছে। আর একটা কথা ভাড়া যেন রাউন্ড ফিগার এর মধ্যে হয় কারণ, যদি 48 টাকা ভাড়াহয় তবে একজন লোক 50 টাকা দিলে অনেক ক্ষেত্রে 2 টাকা ভাংতী নাও থাকতে পারে কিবা যদি একজন লোক 2টি টিকেট নেয় সে ক্ষেত্রে যাত্রীকে 1টা কম নিতে হতেপারে। তাই কতৃপক্ষ ভাড়া নির্ধারণ করার সময় এই জিনিষিটা মাথায় রাখবেন। মোবাইল কোম্পানীগুলির পেকেজ 9 টাকা 26 টাকার মতো যেন না হয়।
Total Reply(0)
শামীম রাব্বানী ১৯ জানুয়ারি, ২০২১, ১২:১০ এএম says : 0
যেখানে সরকার নির্ধারিত বাসের ভাড়া ১.৭০ প্রতি কিলোমিটার সেখানে মেট্রোরেলের ভাড়া ২.৪০ টাকার প্রস্তাব বেশি। জনগনের সুবিধা বিবেচনা করে ভাড়া বাসের চাইতে কম রাখা উচিত । ভাড়া কম করে যাত্রী বেশী বহন করে মেট্রোরেলকে লাভজনক করা যেতে পারে।
Total Reply(0)
Zaman ১৯ জানুয়ারি, ২০২১, ১২:১৬ এএম says : 0
Dhakar sokol Gono poribohon vara Europe er moto korle sobcheye valo hobe. Europe er sokol Gono poribohon Buss, Trum, Metro Rail, Local Boat er Monthly Card kinte hoy. Monthly Card 30 days mullo 500-1000 taka depend on city. Kono City 500 taka , kono city 600 taka , kono city te 700 taka erokom. Monthly Card e sokol Gono poribohon travel kora jaay 30 days e jotobar ichha up & down. 12 month e 12 ta Card kinte hobe sei Card e Buss, Trum, Metro Rail, Local Boat sob poribohon e cholte parben. Jonogon er jonno cheap & subidha u hobe. Kono passenger jodi 30 days rail e chorte hoy tar jonno cjeap hobe. Jara majhe majhe rail e chorbe tara khuchra ticket kinbe ticket er mullo jeta nirdharon kora hobe. Khucra ticket er time thakbe 3-4 hour er modhe kena -kata , bazar er kaj sesh korte parbe & ghor e back korte parbe. Sutorang Month Card & Khuchra ticket 2 tai thakte hobe. Tahole sobar jonno valo. Etai Europe er system.
Total Reply(0)
mannan abdul ২০ জানুয়ারি, ২০২১, ১২:৫২ এএম says : 0
প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা সর্বনিম্ন ৫ টাকা এবং সর্বোচ্চ ৪০ করা যেতে পারে যাতে নিম্ন আয়ের মানষদের কষ্ঠ না হয়।অথবা কিছ আসন সি আই পি কেবিন করা যেতে পারে ভাড়া ১৫০ টাকা ।সর্বনিম্ন ৩০ টাকা।
Total Reply(0)
Jack+Ali ২০ জানুয়ারি, ২০২১, ১১:৪৩ এএম says : 0
If our country rule by Qur'an then we don't have to depends on any country for money or technological support.. A country cannot prosper if the don have leg. Our government turned our country like a disable person who cannot do any things without support of other..
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন