শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মতিঝিলে ইয়াবাসহ নারী আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ২:৫৫ পিএম
রাজধানীর মতিঝিল থেকে বুধবার সকালে ত্রিশ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।
 
মতিঝিলের শাপলা চত্ত্বর সংলগ্ন ফুট ওভারপাস থেকে বুধবার সকাল সাড়ে নয়টায় মুক্তা (৩০) নামে ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক টিম বুধবার সকালে ত্রিশ হাজার ইয়াবাসহ ওই নারীকে আটক করে। 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Billal Hosen ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৪:৪০ পিএম says : 0
বোনদের প্রতি আমার অনুরোধ তোমরা এমন কাজ থেকে বিরত থাকুন এবং আল্লাহ কে ভয় করুন। বোনদের অবিভাবকদের বলছি তারা যেন careful থাকে।
Total Reply(0)
Billal Hosen ২৬ সেপ্টেম্বর, ২০১৮, ৫:১৫ পিএম says : 0
আল্লাহ্‌ তা’আলা পবিত্র কোরআনে এরশাদ করেন : তিনিই তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন, অতএব তোমরা তার দিগ-দিগন্তে বিচরণ কর এবং তার প্রদত্ত জীবনোপকরণ হতে আহার্য গ্রহণ কর, এবং তারই পানে তোমরা পূনরুত্থিত হবে। [সূরা মুলক, আয়াত ১৫] হাদিসে এসেছে—মানুষের কাছে হাত পাতার চেয়ে তোমাদের কেউ যদি রশি নিয়ে লাকড়ি কুড়ায় তা হবে অনেক উত্তম।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন