স্টাফ রিপোর্টার : তরুণদের সংগঠন মুক্ত বাংলার পক্ষ থেকে গতকাল রোববার সকালে গরীব, দুস্থ্য ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১০নং ওয়ার্ড মতিঝিল কাঁচাবাজার এর সামনে গতকাল সকাল ১০ টায় এ কম্বল বিতরণ কর্মসূচিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ এডভোকেট মোল্লা মো: আবু কাওছার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে এসময় কয়েকশ কম্বল বিলি করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসাইন। এছাড়াও এসময় আওয়ামী লীগ নেতা ও ১০নং ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, মতিঝিল থানা আওয়ামী লীগ সভাপতি বশির আলম খান বাবুল, সাধারণ সম্পাদক হাজী মো: সাব্বির হোসেন, ৮-৯-১০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনু রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিটু এবং মুক্ত বাংলার কেন্দ্রীয় সভাপতি আবুল কালাম আজাদ হাওলাদারসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন