শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঈশ্বরগঞ্জে স্কুলছাত্রী ধর্ষিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ঈশ্বরগঞ্জে ৯ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে প্রতিবেশী বখাটে কর্তৃক ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই অবস্থায় গতকাল রোববার সকালে ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে ছাত্রীর মা থানায় মামলা দায়ের করেছে।
জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে ঈসমাইল মিয়া (২১) বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ৯ম শ্রেণির ওই ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলে বখাটে ঈসমাইল বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বিষয়টি নিয়ে গতকাল দুপুরে স্কুল ছাত্রীর মা বাদি হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, বিষয়টি নিয়ে থানায় মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে ছাত্রীটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন