গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা
ভারতের সুইচগেটগুলো খুলে দেওয়ায় অন্য এলাকায় পানি বাড়লেও পানি বাড়েনি রাজবাড়ীর পদ্মায়। বেড়েছে স্রোত যে কারণে দৌলতদিয়া ঘাটে ফেরি আসতে ও নদী পার হতে সময় লাগছে দ্বিগুণ যে কারণে ঘাটের দৌলতদিয়ায় যানবাহনের লম্বা সাড়ি তৈরি হয়েছে। দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক মোঃ সফিকুল ইসলাম জানান, দৌলতদিয়ায় ৪টি ফেরি ঘাটের মধ্যে ১ নম্বর ঘাটটি নদী ভাঙনের কারণে বন্ধ রয়েছে দীর্ঘদিন। ২, ৩ ও ৪ চালু ছিল আংশিক। প্রবল স্রোতের কারণে ২ নম্বর ঘাটে কোন ফেরি ভিড়তে পারছে না। গতকাল শনিবার সকালে ৩ নম্বর ঘাটের বাদিকে র্যামের নিচের মাটি সরে যাওয়ায় একটি পকেট গেট দিয়ে পার করা হচ্ছে যানবাহন। এরই মধ্যে ৩ নম্বর ঘাটের মেরামত কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আর ৪ নম্বর ঘাটের সংযোগ সড়কটির অর্ধেক মাটি ধসে যাওয়ায় ব্যাঘাত ঘটছে যানবাহন পারাপারের। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। উল্লেখ্য, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট বড় মিলিয়ে ১৪টি ফেরি চলমান রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন