বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মতলবে মোবাইল কোর্টের ১২ হাজার ২‘শ টাকা জরিমানা

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০২১, ৭:৪৭ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শঘনা-ধনাগোদা বেড়িবাধঁসহ বিভিন্ন স্থানে অবৈধ ভাবে ড্রেজার মেশিনের পাইব স্থাপন করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার(১৮ জানুয়ারী) মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি ড্রেজার ও ২৫০০ ফুট বিনষ্ট করা হয় এবং ১২ হাজার ২‘শ টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাস।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন এএসপি মতলব সার্কেল আহসান হাবিব, ওসি নাসিরউদ্দিন মৃধা, ইউএনও‘র সিএ আমিনুল ইসলাম ও উপজেলা ডিজিটাল সেন্টারের পরিচালক ও উদ্যোক্তা মোঃ সায়েম খাঁন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাস বলেন, সরকারি নিয়ম- নীতি, নির্দেশনাসহ সংশ্লিষ্ট সকল আইন অমান্যকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে এবং করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন