বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বরখাস্ত হলেন সাংবাদিক হত্যা চেষ্টাকারী ইউপি চেয়ারম্যান

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ভূরুঙ্গামারীতে সাংবাদিক হত্যা চেষ্টাকারী সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাকে বরখাস্ত করে। উল্লিখিত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে সাধারণ জনগণকে নাগরিক সুবিধা প্রদান না করে হয়রানী, মসজিদের ইমামকে অসম্মান, পূজা মন্ডপে হামলা, হাট বাজারের দোকানদারদের ভীতি প্রদর্শন করে অন্যত্র সরিয়ে দেয়া, প্রথিতযশা সংখ্যালঘু ব্যবসায়ীকে এবং দায়িত্বরত পল্লী বিদ্যুত কর্মচারীকে শারীরিক লাঞ্চিত করাসহ চিকিৎসকদের হুমকী প্রদানের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টুকে হত্যাচেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে এবং তিনি গ্রেফতার হন। এমতবস্থায় প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে তার দায়িত্ব পালন সমীচীন নয় মনে করে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান, বরখাস্তের ব্যাপারে অফিসিয়ালি কোন চিঠি পাওয়া যায়নি। তবে সাময়িক বরখাস্তের কথা শুনেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন