ঢাকার কেরানীগঞ্জে বাঘৈর মৌজায় ঢাকা সিটি করপোরেশন কর্তৃক আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শতশত গ্রামবাসী। আজ শুক্রবার সকাল ১১টায় রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ঢাকা-মাওয়া মহাসড়কে এই মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এই মানব বন্ধন কর্মসূচীতে শতশত ভুক্তভোগী নারী-পুরুষ তাদের বাপ-দাদার চৌদ্দ পুরুষের বসতভিটা রক্ষা করার জন্য ঢাকা সিটি করপোরেশনের আন্তঃজেলা বাসস্ট্যান্ড করার সিদ্বান্তের তীব্র প্রতিবাদ জানান। তারা এই মৌজায় বাসস্ট্যান্ড না করে অন্যত্র করার জন্য উর্ধতন কতৃপক্ষের কাছে জোড় দাবীও জানান। মানব বন্ধন শেষে বাসস্ট্যান্ড নির্মানের সিদ্বান্তের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানব বন্ধন কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত হাজী মেজবা উদ্দিন বাবুল,খায়রুল মেম্বর,শিপু আহমেদ,মোহাম্মদ রায়হান মিয়া ও মোঃ আলম। মোহাম্মদ রায়হান মিয়া বলেন, বাঘৈর মৌজায় আ›তঃ জেলা বাস টার্মিনাল নির্মিত হলে ১৫/২০টি ইটভাটা মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক একটি ইটভাটা ২০ থেকে ২ কোটি ঠাকার ক্ষতির সনমুখিন হবে। হাজী মেজবা উদ্দিন বাবুল বলেন, বাঘৈর মৌজায় বাসটার্মিনাল নির্মিত হলে আমাদের বাপদাদার চৌদ্দ পুরুষের ভিটে মাটি থেকে উচ্ছেদ হয়ে আমার একেবার নিঃশ্ব হয়ে যাব। তাই আমরা সরকারের কাছে ্আবেদন জানাচ্ছি এখান থেকে অন্যত্র বাস টার্মিনাল নির্মান করা হোক। জানা যায় ঢাকা সিটি করপোরেশন রাজেন্দ্রপুর কেন্দ্রীয় কারাগারের পাশে বাঘৈর মৌজায় কয়েকশত একর জমির উপর আন্তঃজেলা একটি বাসস্ট্যান্ড করার সিদ্ভান্ত নিয়েছেন। এবিষয়ে বাঘৈর মৌজার জমির মালিকদের অবহিত করা হয়েছে। এতে জমি ও বসত বাড়ির মালিকগনের মধ্যে চরম আতংক বিরাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন