টাঙ্গাইল জেলা সংবাদদাতা
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানির টাঙ্গাইলের সন্তোসস্থ মাজার জিয়ারত করেছেন ন্যাপের নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত শনিবার সংগঠনের চেয়ারম্যান ফারুকুল ইসলাম ও মহাসচিব নেয়াজ আহমদ খানের নেতৃত্বে ন্যাপের নেতাকর্মীরা মওলানা ভাসানির মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন ও ফাতেহা পাঠ করেন। মাজারের পরিদর্শন বইতে স্বাক্ষরের পর নেতৃবৃন্দ মওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুল ইসলামের সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সংগঠনের প্রতিষ্ঠাতা মজলুম জননেতা মওলানা ভাসানির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টিÑ ন্যাপ ভাসানি’র ভাইস চেয়ারম্যান এম.এ খান, জাকারিয়া খান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান, কোষাধ্যক্ষ শওকত ওসমান মিন্টু, মাহবুব হাসান ফয়সাল, গাইবান্ধা জেলা সভাপতি আব্দুর রশিদ মিয়া প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন