শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

অবকাঠামো নড়বড়ে ব্যাহত হচ্ছে পাঠদান

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গঙ্গাচড়া (রংপুর) উপজেলা সংবাদদাতা

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার কুড়িবিশ্বা বাঁশবাড়ী অনাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো না থাকায় পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ১৯৮৯ সালে এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ পল্ল­ী অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষা আলো ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য বিদ্যালয়টি স্থাপন করেন। এলাকাবাসী ও শিক্ষকদের সাহায্য সহযোগিতায় দো-চালাবিশিষ্ট একটি টিনশেড ঘর নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদান অব্যাহত থাকে। ২০১৩ সালে জাতীয়করণ করা হলেও এমপিওভুক্ত হয়নি। বর্তমানে ওই বিদ্যালয়ে ১৬৫ জন শিক্ষার্থী ৪ জন শিক্ষক রয়েছে। প্রয়োজনের তুলনায় ভৌত অবকাঠামো পর্যাপ্ত আসনের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঠাসাঠাসিভাবে বেঞ্চে বসে শিক্ষালাভ করছে। এদিকে কুড়িবিশ্বা বাঁশবাড়ী অনাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১০ সালে কোলকোন্দ ইউনিয়ন পরিষদ থেকে সিমেন্টের পিলার দ্বারা টিনশেড চালা নির্মাণ করা হয়। ২০১৫-১৬ অর্থবছরে সরকারিভাবে স্লিপ কর্মসূচির শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য ৪০ হাজার, স্কুল মেরামতের জন্য ৫২ হাজার ও বিশেষ বরাদ্দ ২ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়। প্রধান শিক্ষক জয়া রানী বিদ্যালয়ের কাজ না করে সমুদয় টাকা আত্মসাৎ করেছেন বলে এলাকাবাসী জানান। একটি সূত্র জানায়, ওই বিদ্যালয়টি পারিবারিক বিদ্যালয়, ম্যানেজিং কমিটির সভাপতি প্রধান শিক্ষকের শ্বশুর, স্বামী উত্তম কুমার বিদ্যালয়ের সহ-সভাপতি হওয়ায় বিদ্যালয়টি দেখার কেউ নেই। বিদ্যালয়টি পারিবারিক হওয়ায় প্রধান শিক্ষক নিজের খেয়ালখুশি মতো চলেন। এব্যাপারে প্রধান শিক্ষক জয়া রানীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিপ করেননি। উপজেলা শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন