শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মুক্তিযুদ্ধের ৪৭ বছর পরও স্বীকৃতি মেলেনি

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সাঁথিয়া (পাবনা) উপজেলা সংবাদদাতা

মহান মুক্তিযুদ্ধের ৪৭ বছর অতিবাহিত হলেও এখনও অনেক মুক্তিযোদ্ধা পায়নি সরকারী স্বীকৃতি। তেমনই এক মুক্তিযোদ্ধা পাবনার সাঁথিয়া উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত নজরুল ইসলাম। মুক্তিযুদ্ধে ৪৭ বছর পার হলেও বাবার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি সন্তানরা। তিনি স্বাধীনতা যুদ্ধে পুলিশের এসআই পদে থেকে দেশ ও জাতির মুক্তির জন্য মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। জানা যায়, উপজেলার মৃত জাহেদ উদ্দিনের ছেলে নজরুল ইসলাম ১৯৭১ এ দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) থানায় পুলিশের এসআই পদে কর্মরত থাকা অবস্থায় ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি যুদ্ধে অংশগ্রহণের জন্য ভারতের বালুর ঘাটে যান। সেখান থেকে সশস্ত্র অবস্থায় ফিরে নিজ থানায় এবং আশপাশের এলাকায় পাকিস্থানী হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পরে নজরুল ইসলাম স্বপদে পুলিশের চাকরিতে পুনরায় যোগদান করেন। তিনি ১৯৮৭ সালে চাকরি থেকে অবসসর গ্রহণ করেন। সে ১৯৯৫ সালে ক্যান্সার রোগে আকান্ত হয়ে মৃত্যুবরণ করেন। নজরুল ইসলামের ছেলে রাশেদুল কবির তিতু জানান, স্বাধীনতার পরে সরকারী বিভিন্ন রেকর্ডে বাবার নাম থাকলেও মুক্তিযুদ্ধের ৪৭ বছরেও বাবার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলাম না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন