বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি ভূরুঙ্গামারী শাখার আয়োজনে অটোবাইক চলাচলে বাঁধা প্রদান, চাঁদা দাবি, নির্যাতন-নিপীড়ন বন্ধসহ ভূরুঙ্গামারীর তিন প্রান্তে তিনটি স্বতন্ত্র অটো স্ট্যান্ড নির্মাণের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলার কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল হাই, আপেল শিকদার, নির্যাতনের শিকার অটোবাইক চালক আব্দুল খালেক, মানু ও খোকা প্রমুখ। মানববন্ধনে বক্তারা তাদের সমস্যা দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পরে মানববন্ধনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে ইউএনওকে স্মারকলিপি প্রদান করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন