ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের মাইজহাটি দরবার শরিফে হযরত আ. ছাত্তার (রহ.) পীর সাহেবের স্মরণে ১৮তম বাৎসরিক ওরস মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি বাদ ফজর থেকে কুরআন তেলাওয়াত আছর বাদ আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। উক্ত ওরসে সকল ধর্মপ্রাণ, আশেকান, মুরিদান ও ভক্তগণকে যোগদান করার আহবান জানিয়েছেন গদ্দিনিশিন পীরজাদা মাওলনা মো. মিল্লাদ রাব্বী ছাত্তারীয়া পীর সাহেব হুজুর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন