শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গরুবাহী ট্রলারডুবি

প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সংলগ্ন ক্যানেল গতকাল রোববার ঘাট থেকে ২২টি গরু নিয়ে আরিচার উদ্দেশ্যে রওয়ানা হয় একটি ট্রলার। ট্রলারটি ক্যানেলঘাট থেকে মূল পদ্মায় পৌঁছলে প্রবল ¯্রােতের কারণে ডুবে যায়। রাজবাড়ীর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাজাহারুল ইসলাম জানান, ডুবে যাওয়া ট্রলারে স্থানীয় গরু ব্যবসায়ী আলাউদ্দিনসহ চারজন গরু ব্যবসায়ী ও দুইজন মাঝি এবং ২২টি গরু ছিল। গরু ব্যবসায়ী ও মাঝিরা সেই সময়ই সাঁতরিয়ে তীরে আসে এবং স্থানীয়দের সহযোগিতায় ১০টি জীবিত গরু উদ্ধার করা হয়, পরে জীবিত গরুর মধ্যে থেকে ১টি মারা যায়। এখনও নিখোঁজ রয়েছে ১২টি গরু ও ডুবে যাওয়া ট্রলারটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন