বরগুনার বামনায় রুহিতা খালের সুইস গেট সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছে রুহিতা, আমতলী এবং সফিপুর গ্রামের সাধারণ মানুষ। গতকাল সোমবার বামনা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিন গ্রামের কৃষক ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এই মানববন্ধনের আয়োজন করেন আমাদের পাঠশালা নামে একটি স্থানীয় সামাজিক সংগঠন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন কৃষক নেতৃবৃন্দ।
মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বামনা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাজিব হাওলাদার, বামনা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক নাসির মোল্লা, বামনা উপজেলা শ্রমিক লীগ সভাপতি আখতারুজ্জামান সিপার, ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান, বরগুনা জেলা ছাত্রলীগ সহ-সভাপতি রাজীব আব্দুল্লাহ প্রমুখ। সমাবেশে বক্তারা রুহিতা খালে একটি পরিকল্পিত সুইচ গেট তৈরির দাবি জানিয়ে বলেন, বিগত কয়েক বছর ধরে বর্তমান অপরিকল্পিত সুইস গেটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার কয়েক হাজার কৃষক। বর্ষা মৌসুমে পানিবদ্ধতায় নষ্ট হচ্ছে ফসল এবং বীজ। শুস্ক মৌসুমে সুইচ গেট দিয়ে সুষ্ঠভাবে পানি প্রবাহ না থাকায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। এই সুইস গেটের কারণে ভরাট হয়ে যাচ্ছে শাখা খালগুলো। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে কৃষকদের জীবনযাত্রা হুমকির মুখে পড়বে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন