আগামীকাল টাঙ্গাইল ৫ টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে শুক্রবার দুপুরে জেলা সিনিয়র নির্বাচন কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের মধ্যে ব্যালট বক্সসহ নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইলে ৫ টি পৌনসভার মোট ৯১টি কেন্দ্রে ৬২৬টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে। ৫টি পৌরসভায় ২ লক্ষ ৩১ হাজার ৮৩৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।
অপরদিকে এ নির্বাচনে সহিংসতার আশঙ্কায় র্যাবের ১০ টি টিম, পুলিশ ও ৫৪ টি ভ্রাম্যমান আদালতের পাশাপাশি ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে নির্বাচন কমিশন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন