মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা
মঠবাড়িয়ায় প্রতিবন্ধী দম্পতির ছয় বছর বয়সী এক শিশুকে চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুইজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটির মা ও বাবা প্রতিবন্ধী হওয়ায় উপজেলার গুলিশাখালীর কবুতরখালী গ্রামের চৌকিদার মহানন্দ বালা বাদী হয়ে গত শনিবার রাতে ধর্ষক ও তার এক সহযোগী নারীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অভিযুক্তরা হলো- কবুতরখালী গ্রামের সুলতান সরদারের ছেলে নজরুল ইসলাম সরদার (৩৫) ও তার সহযোগী একই গ্রামের মোসলেম মিয়ার মেয়ে সোনালী বেগম (২৭)। অভিযুক্তরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। গত রোববার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুরে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার কবুতরখালী গ্রামের এক প্রতিবন্ধী দম্পতির ছয় বছরের শিশু কন্যাকে গত ১৭ আগস্ট দুপুরে বাড়ির সামনের রাস্তায় একা পেয়ে একই গ্রামের লম্পট নজরুল ইসলাম চানাচুর খাওয়ানোর লোভ দেখিয়ে তুলে নেয়। ওই লম্পট শিশুটিকে গ্রামের সাইক্লোন শেল্টারের পাশের মাছের ঘেরে নিয়ে ধর্ষণ করে। এ সময় একই গ্রামের সোনালী বেগম নামে এক মহিলা তাকে সহযোগিতা করে। মঠবাড়িয়া থানার অফিসার-ইন-চার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন