শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভাসানচরে আরো ১৭৭৮ রোহিঙ্গা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০২১, ১২:০২ এএম

চট্টগ্রাম হয়ে তৃতীয় দলে ১৭৭৮ রোহিঙ্গা ভাসানচরে গেছে। গতকাল শুক্রবার সকালে নগরীর পতেঙ্গা বোটক্লাব লাগোয়া জেটি থেকে রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর চারটি জাহাজ নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ ছেড়ে যায়। আজ শনিবার আরও এক হাজার ৩০০ জনকে চট্টগ্রাম হয়ে ভাসানচরে নেওয়া হবে।
প্রথম ধাপে বৃহস্পতিবার ৩৮টি বাসে করে ৩৫৩ পরিবারের এক হাজার ৭৭৮ জনকে কক্সবাজার থেকে চট্টগ্রাম আনা হয়। শুক্রবার রাতে আরও ১৩শ জনকে চট্টগ্রাম আনার কথা রয়েছে। তাদের নৌবাহিনীর জাহাজে করে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হবে। এর আগে ২০২০ সালের ৪ ও ২৯ ডিসেম্বর দুই দফায় তিন হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। তার আগে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে ভাসতে থাকা ৩০৫ রোহিঙ্গাকে উদ্ধার করে ভাসানচরে পাঠানো হয়। পর্যায়ক্রমে এক লাখের বেশি রোহিঙ্গা নাগরিককে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।
মিয়ানমারে গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৮ লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন