শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় জীর্ণ ভবন ধসে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

জরাজীর্ণ স্কুল ভবন ধসে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জরাজীর্ণ এ স্কুলটি হলো টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের ৬৩নং নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। এলাকাবাসী জানান, ১৯৬৮ সালে গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ১৯৭৪ সালে এ প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণ করা হলে ১৯৮৪ সালে সরকারিভাবে একটি টিনশেড ভবন নির্মাণ করে দেয়। কিন্তু পরবর্তীতে কোনো সংস্কার কাজ না করায় ভবনটি এখন জরাজীর্ণ হয়ে ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যগণ একটি নতুন ভবন নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করলেও অদ্যাবধি কোনো ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। স্কুলের জানালা-দরজা সব ভাঙা। দেয়াল ও খুুঁটির আস্তর খসে পড়ায় এবং কোনো কোনো খুঁটি ভেঙে পড়ায় ছাত্রছাত্রীরা ভয়ে ভয়ে ক্লাস করে। এলাকাবাসী জানান, যে কোনো সময় ভবনটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়টিতে বর্তমানে ২০৩ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করলেও রয়েছে মাত্র দুটি শ্রেণিকক্ষ। জরাজীর্ণ ভবনটির এই দুই শ্রেণি কক্ষে ঝুঁকি নিয়ে পাঠদান করছেন শিক্ষকরা। ঝড়বৃষ্টিতে ছাত্রছাত্রীরা ভয়ে পাশের বাড়ি বা ক্লাবঘরে আশ্রয় নেয় বলে জানা গেছে। সামান্য বৃষ্টি হলেই চাল চুইয়ে পানি পড়ে। তৃতীয় শ্রেণির ছাত্র সজীব হোসেন বলে, বৃষ্টি এলে আমাদের বই খাতা ভিজে যায়। তখন আমরা বেঞ্চে বসে থাকতে পারি না। একই শ্রেণির ছাত্রী রোজিনা বলে, ঝড়বৃষ্টির দিনে একটু বাতাস এলে আমরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান জানান, বিদ্যালয়টি এমনভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে যা বর্তমানে সংস্কার করার পর্যায়ে নেই। একটি নতুন ভবন নির্মাণ অতি জরুরি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. শরীফ মাহমুদ জানান, বিদ্যালয়টি একটি পুরনো শিক্ষাপ্রতিষ্ঠান। একটি ভবন নির্মাণের জন্য বারবার যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরও অদ্যাবধি ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। মির্জাপুর উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু বলেন, নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে একটি নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার আবেদন করা হলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন