নাটোর জেলা সংবাদদাতা
ভারী যানবাহন চলাচল ও বৃষ্টির পানি জমে বড় বড় গর্ত সৃষ্টির কারণে নাটোরের সিংড়ার স্থাপনদিঘী থেকে কালিগঞ্জ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার জনসাধারণের। বিড়ম্বনায় পড়তে হচ্ছে স্কুলগামী ছাত্রছাত্রীদের। রাস্তায় ছোট-বড় গর্তের কারণে মাঝে-মধ্যেই ঘটছে দুর্ঘটনা। অন্যদিকে যান চলাচলেও নেমে এসেছে অচলাবস্থা। বিশেষ করে আত্রাই, রানীনগর ও নন্দীগ্রাম থানার যোগাযোগের অন্যতম সড়ক হিসেবে সিংড়া-কালিগঞ্জ সড়কে এমন অচলাবস্থায় ক্ষোভ প্রকাশ করছে ওইসব এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ। রাস্তাটি দ্রুত সংস্কারে স্থানীয় সংসদ সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় লোকজন। এটা আত্রাই, রানীনগর ও নন্দীগ্রাম থানার সাথে চলাচলের জন্য অন্যতম রুট গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন শত শত হালকা ও ভারী যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে। ব্যবসায়ীরা ধান-চালসহ বিভিন্ন ধরনের মালামাল ও ভারী পণ্য আনা-নেয়ার জন্য এই সড়ক ব্যবহার করে। এখন এ সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বড় বড় গর্তের কারণে ট্রাক উল্টে পড়ে মালামালও নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী শমসের আলী জানান, মাত্রাতিরিক্ত মালামাল বোঝাই যানবাহন চলাচলে রাস্তার এই দুরবস্থা। এতে করে সব ক্ষেত্রেই নেমে আসছে স্থবিরতা। প্রতিদিন এই রুটে যান চলাচলে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। বড় বড় গর্তের কারণে বাস ট্রাক উল্টে যাচ্ছে। স্কুলগামী ছাত্রছাত্রীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। অন্যদিকে ছোট ছোট যান চলাচলে দেখা দিয়েছে অচলাবস্থা। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী মহল ক্ষোভ প্রকাশ করেছেন। সিংড়া উপজেলা প্রকৌশলী হৃদয় কুমার জানান, বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার কারণে মাঝে-মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি মহোদয়ের নির্দেশে পথচারী ও যানবাহন চলাচলের জন্য রাস্তাটির সংস্কার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন