শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা

মানহানির মামলায় যশোরের একটি পত্রিকার সম্পাদক-প্রকাশক ও রিপোর্টারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত। গত রোববার দুপুরে সাতক্ষীরা আমলী আদালত ১নং-এর বিজ্ঞ বিচারক মোঃ নূরুল ইসলাম আসামীদের প্রতি গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। মামলার আসামিরা হলেন- যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহিত কুমার নাথ এবং পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি রঘুনাথ খাঁ। রঘুনাথ জেলার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর গ্রামের মৃত মদন মোহন খাঁর ছেলে। বর্তমানে সাতক্ষীরা শহরের কাটিয়া লস্কর পাড়া এলাকায় ঘরভাড়া নিয়ে বসবাস করে সে। রঘুনাথ খাঁর বিরুদ্ধে ইতোপূর্বে চাঁদাবাজি, প্রতারণাসহ একাধিক মামলা হয়েছে। এমনকি রঘুর গর্ভধারিণী মা শ্রীমতি ঝর্ণা রাণীও তার বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। রঘুনাথ খাঁ একটি চাঁদাবাজি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মানহানিকর মামলার বাদী সাংবাদিক আক্তারুজ্জামান বাচ্চু। তিনি দৈনিক ইনকিলাব, দ্য ডেইলি ইনডাস্ট্রি , নিউজ ৭১ বিডি ডট কম, দ্য বেঙ্গলি নিউজ ডট কমসহ বিভিন্ন অনলাইন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য। উল্লেখ্য, বাদীকে সামাজিক, পারিবারিক ও সাংবাদিকতার পেশাকে হেয় প্রতিপন্ন করতে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং পূর্ব পরিকল্পিতভাবে দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকায় তার বিরুদ্ধে ছবিসহ একটি অসত্য, বানোয়াট, মনগড়া প্রতিবেদন ছাপানো হয়। একই সাথে আসামিরা বাদীকে অবৈধ ভয়ভীতি প্রদর্শন করেন। এ ব্যাপারে আক্তারুজ্জামান বাচ্চু বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ০২ নং আদালতে সম্পাদক-প্রকাশক মোহিত কুমার নাথ ও রিপোর্টার রঘুনাথ খাঁ-এর বিরুদ্ধে গত ১৮ জুলাই ২০১৬ তারিখে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ বিচারক আসামিদের প্রতি সমন জারির আদেশ দেন। এই মামলার ধার্য দিন ছিলো ২৮ আগস্ট রোববার। মামলায় আসামিরা হাজির না হওয়ায় বিজ্ঞ বিচারক তাদের প্রতি গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Sabbir Hossen Tuhin ১৫ মে, ২০১৯, ১১:০৭ পিএম says : 0
..
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন