শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

পরীক্ষার সময় কমানোর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ও মাস্টার্স পরীক্ষার সময় ৪ ঘণ্টা থেকে কমিয়ে সাড়ে ৩ ঘণ্টা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল করটিয়া সরকারি সাদত কলেজের সহস্রাধিক শিক্ষার্থী। গতকাল সোমবার সকালে কলেজ ক্যাম্পাস মাঠের চার পাশে মানববন্ধন করে এই প্রতিবাদ জানায়। এ সময় ছাত্রছাত্রীরা দাবি-দাওয়া সম্বলিক প্লাকার্ড বহন করে। প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে বক্তৃব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম সিদ্দিকী ও পদার্থবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী তৃষ্ণা। ছাত্রছাত্রীরা অবিলম্বে পরীক্ষার সময়সূচি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে ছাত্রছাত্রীদের দাবি মেনে নিয়ে পূর্বের সময়সূচি অর্থাৎ সময় ৪ ঘণ্টা বহাল রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন