শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মতলব উত্তরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক সমাবেশ

মতলব (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ৯:০১ পিএম

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান কামাল বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের ভূমিকাও প্রশসংনীয়। তৃণমূল পর্যায়ে তথা ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশও বিশেষ ভূমিকা রাখছে।

সোমবার চাঁদপুরের মতলব উত্তর থানয় অনুষ্ঠিত গ্রাম পুলিশের সাপ্তাহিক সমাবেশের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, গ্রাম পুলিশ বাহিনী পুলিশ প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সাথে গ্রাম পুলিশকে আরো সক্রিয় হতে হবে। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এলাকায় সন্দেহভাজন কোন নতুন লোক দেখলে তাদের খোঁজ খবর নিতে হবে এবং থানা পুলিশকে অবহিত করতে হবে। প্রতিটি ইউনিয়নের মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

গ্রাম পুলিশের সমাবেশে সেকেন্ড অফিসার এসআই মহিউদ্দিন’সহ অন্যান্য পুলিশ অফিসারগন উপস্থিত ছিলেন।

গ্রাম পুলিশের জন্মের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে জনগণের একজন হয়ে কাজ করতে হবে। যেকোন অপরাধ থেকে জনগণকে বিরত রাখতে ভূমিকা রাখতে হবে।

ওসি, ডিউটি অফিসারের মোবাইল নম্বর সম্বলিত কার্ড প্রদান করা হয় গ্রাম পুলিশদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন