সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরে গত সোমবার দুপুরে নকল পশু খাদ্য ও ওষুধ তৈরির একটি কারখানার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ ও উপকরণ ধ্বংস করে কারখানাটি সীলগালা করা হয়েছে। অভিযানের খবর পেয়ে মালিক পালিয়ে গেলেও আমজাদ (২৭) ও আরমান (২১) নামে দুই কর্মচারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মালিকের ১ লাখ জরিমানা কর্মচারীদের ছেড়ে দেয়া হয়। সন্দীপ কুমার বিশ্বাস নামের জনৈক ব্যক্তি সৈয়দপুর শহরের নয়াটোলা আতিয়ার কলোনী গোল চত্বর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল পশু খাদ্য ও ওষুধ তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গীর নেতৃত্বে থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় কারখানার ভেতরে তিন কর্মচারী নকল পশু খাদ্য ও ওষুধ তৈরির কাজ করছিল। অভিযানকালে পুরাতন ছাদঢালাই একতলা ওই বাড়ির ৫টি কক্ষে নকল পশু খাদ্য ও ওষুধ তৈরির কাজে ব্যবহৃত তরল পদার্থসহ বিপুল পরিমাণ উপকরণ সামগ্রী উদ্ধার করা হয়। পরে এ সব সেখানে ফেলে দিয়ে ধ্বংস করা হয়েছে। সূত্র জানায়, ওই নকল কারখানার মালিক সন্দীপ কুমার বিশ্বাসের বাড়ি নড়াইল জেলায়। সৈয়দপুর পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে মেসার্স ম্যাক্স এগ্রোভেট নামের ওই নকল কারখানা পরিচালনা করে আসছিল।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন