সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নিলাম ছাড়াই সরিয়ে নিচ্ছে ড্রেনের ইট

চিলমারীতে প্রশাসন নীরব

ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) থেকে | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৫ এএম

কুড়িগ্রামের চিলমারীতে নিলাম ছাড়াই তুলে সরিয়ে নেয়া হচ্ছে ড্রেনের ইট। কর্তৃপক্ষ নিরব, নজর নেই প্রশাসনের। জানা গেছে, উপজেলার থানাহাট বাজারের পানি নিস্কাশনসহ জনদুর্ভোগ দূর করতে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেয় এলজিইডি কর্তৃপক্ষ। নতুন ড্রেনের কাজ শুরু হলেও পূর্বের ড্রেনের ইট নিলাম না দিয়েই কতিপয় ব্যাক্তি দ্রুত ট্রাক্টর দিয়ে হাজার হাজার ইট সরিয়ে নিচ্ছে। ড্রেনের হাজার হাজার ইট সরিয়ে নিলেও কর্তৃপক্ষ নিরব। নিরব প্রশাসনও।

থানাহাট বাজারের জিয়া, আমিন, মনজিলসহ অনেকে বলেন, এটা কেমন কথা সরকারি স্থাপনা নিলাম ছাড়াই কেন ভাঙা হচ্ছে, আর কারা ইট নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে। পথচারী নুর আমিন, শিতিস, মমিন জানান, কি আর হবে সব যেন মগেরমুল্লুক। সব নিয়ম ছাড়াই হচ্ছে। কিন্তু কেউ নজর দিচ্ছেনা।

ইট বহনকারী ট্রাক্টর চালকের সাথে কথা হলে তিনি জানান, সফিয়াল নামে এক ব্যাক্তির নির্দেশে সামসপাড়া এলাকার শাহজাহানের পুরাতন বাড়িতে ইটগুলো নিয়ে যাচ্ছি।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন, বিষয়টি আমার জানা নেই। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, ইটগুলো আমাদের অধিনে থাকবে, তবে ইটগুলো অন্যের বাড়িতে যাচ্ছে এমন প্রশ্নের কোন সঠিক উত্তর দিতে পারেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন