শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় মালামালসহ আটক ২

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর ঢালে একটি প্রাইভেট কারে ডাকাতি করে নগদ টাকা ও মালামালসহ পালানোর সময় লুটকৃত মালামালসহ দুই ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে তাদের উপজেলা নানাখী এলাকা থেকে একটি লেগুনাসহ আটক করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, সোমবার রাত ১১টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী মোঃ আবুল কালাম বাড়িতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে পৌঁছালে ওঁতপেতে থাকা ৮/১০ জনের একটি ডাকাতদল তাদের গাড়ি গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে সাথে থাকা ১৫ হাজার সৌদি রিয়েল, নগদ ৫০ হাজার টাকা, ৫টি স্যামসং মোবাইল সেটসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে ঢাকার দিকে রওয়ানা দেয়। এ সময় ব্রিজের ঢালে থাকা অন্য গাড়ির চালক উপজেলার সোনাখালী এলাকায় থানা পুলিশের একটি টহল দলকে ঘটনাটি অবহিত করে। পরে পুলিশ ওই লেগুনার পিছু নিয়ে টহল পুলিশ ওয়ালেস সেটের মাধ্যমে ঢাকা জয়দেবপুর মহাসড়কের নানাখী এলাকায় থাকা দায়িত্বরত পুলিশকে অবহিত করলে পুলিশ মহাসড়কে ব্যারিকেট দিয়ে ডাকাতদের গাড়িটি আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা সৌদি রিয়েল, নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে গেলেও জাকির হোসেন ও মোহাম্মদ আলী নামের দুই ডাকাতকে মালামালসহ আটক করে। ডাকাতির কবলে পড়া সৌদি প্রবাসী আবুল কালাম জানান, ডাকাতির পরপরই আমরা মেঘনা টোলপ্লাজা পুলিশকে ঘটনাটি অবহিত করি। পরে জানতে পারি সোনারগাঁ থানা পুলিশ দুজন ডাকাতকে মালামালসহ আটক করেছে। থানায় এসে আমরা উদ্ধারকৃত মালামাল শনাক্ত করি। এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, ডাকাতি হওয়া মালামালসহ দুই ডাকাতকে পুলিশ আটক করেছে। রিয়েল, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার ও পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন