রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আশাশুনিতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আশাশুনি উপজেলার জাতীয় কাউন্সিলের অনুমোদন বিহীন বেসামরিক গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে যাচাই-বাছাই শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একার্যক্রম শুরু হয়।
গতকাল প্রথম দিন উপজেলার বড়দল, শোভনালী, বুধহাটা, কুল্যা ও শ্রীউলা ইউনিয়নের ৫২ জন মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করা হয়।
কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুর করিম, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সদস্য বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন জেয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর ও সহকারি কমিশনার (ভ‚মি) শাহীন সুলতানা যাচাই বাছাই করেন। ৭ ফেব্রæয়ারি খাজরা ও আশাশুনি সদরের ৫০ জন মুক্তিযোদ্ধার এবং ৮ ফেব্রæয়ারি দরগাহপুর, কাদাকাটি, আনুলিয়া ও প্রতাপনগর ইউনিয়নের ৩৪ জন মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন