রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বাঁধ সুরক্ষিত করতে বেশি করে গাছ লাগান

বেড়িবাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

আশাশুনিতে সুপার সাইক্লোন আম্পানে ভেঙে যাওয়া পাউবো’র বেড়িবাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। গতকাল শনিবার সকালে প্রতিমন্ত্রী উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী বেড়িবাঁধ পরিদর্শনে আসেন।
দীর্ঘ প্রায় ৯ মাস বাঁধ ভেঙে ইউনিয়নটি সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে এলাকার মানুষ চরম বিপাকে রয়েছেন। বাঁধটি নির্মাণ কাজ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। কাজ দেখতে ও ভাঙন কবলিত মানুষের খোঁজখবর নিতে গিয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাঁধের কাজ চলছে। দ্রুতই কাজ শেষ হবে। আপনারা বাঁধকে সুরক্ষিত করতে বেশি করে গাছ লাগান। নদীর চরে ও বাঁধের পাশে গাছ লাগানো হলে বাঁধগুলো টেকসই হবে বলে তিনি জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, টেকসই বাঁধ প্রথমে ১৪ ও ১৫ নং পোল্ডারে হবে, এখই আশাশুনিতে হবে না। এসময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক (পরিকল্পনা) ড. মো. মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী রাফিউল্লাহ, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কোলা-ত্রিমহনী বাঁধ ভাঙন এলাকা পরিদর্শন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন