শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

যমুনা সার কারখানা ঘেরাও অবরোধ

পচা সার সরবরাহ বন্ধের দাবি

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

দীর্ঘদিন উন্মুক্তভাবে পড়ে থাকা নিম্নমানের আমদানি করা জমাটবাঁধা সার সরবরাহ বন্ধের দাবিতে কারখানা ঘেরাও, বিক্ষোভ, অবরোধ কর্মসূচি পালন করেছে পরিবহন শ্রমিক ও ডিলাররা। এতে কারখানার কর্মকর্তা-কর্মচারিরা তাদের আন্দোলনের মুখে অবরুদ্ধ হয়ে পড়েন। গতকাল দুপুরে জামালপুরের সরিষাবাড়ী যমুনা সার কারখানা গেটে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

জানা যায়, চলতি মাসে ডিলারদের বরাদ্দে যমুনার উৎপাদিত ইউরিয়া সারের সাথে আমদানিকৃত ১ টন সার উত্তোলন বাধ্যতামূলক করে দেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিনের এ আমদানিকৃত সার খোলা আকাশের নিচে রাখায় রৌদে বৃষ্টিতে সারের বস্তা ছেঁড়া-ফাটা, জমাটবাধাঁ, গলিত ও গুণগতভাবে নিম্নমানে পরিণত হয়েছে। এতে সারের কার্যক্ষমতাও হারিয়েছে। এ সার কৃষকরা না নেয়ায় মোটা অঙ্কের লোকসান গুনে আসছেন ডিলাররা। এর ফলে গত শনিবার সকাল থেকে কারখানায় আমদানিকৃত নিম্নমানের সার বন্ধের দাবিতে যমুনার উৎপাদিত ইউরিয়া সারসহ উত্তোলন বন্ধ করে দেয় ডিলাররা। একপর্যায় গতকাল সকাল ১১টা থেকে নিম্নমানের আমদানি সার সরবরাহ বন্ধের দাবিতে কারখানার প্রধান গেট ঘেরাও, অবরোধ ও বিক্ষোভ করে পরিবহন শ্রমিক এবং ডিলাররা। পরে দুপুর ২টার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার মজুমদারের আহবানের কারখানার সভা কক্ষে ডিলারদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে আমদানি করা সার বাছাই করে ১ টনের পরিবর্তে ১৫ বস্তা করে যমুনা বরাদ্দের সারের সাথে নেয়ার সিদ্ধান্ত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন