গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি মো. নাসিবুর রহমান, সহ-সভাপতি সৈয়দ মনিরুল হাসান বুলবুল, সাধারণ মো. জিয়াউর রহমান জিহাদ, যুগ্ম-সম্পাদক অসীম সাহা, উপদেষ্টা মো. ইব্রাহিম মুন্সীসহ প্রাথমিক বিদ্যালয়ে প্রায় শতাধিক সহকারি শিক্ষক উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন