শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

স্বেচ্ছাসেবক লীগের নেতার ওপর হামলা

সিরাজদিখানে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলেক চান সজীবের ওপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার চান্দেরচর এলাকায় স্থানীয়দের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে এলকার কয়েক শতাধিক মানুষ বিক্ষোভ সমাবেশ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ড্রেজারের পাইপ স্থাপন করতে না দেয়ায় পূর্বশত্রুতার জের ধরে নবধারা হাউজিং কোম্পানির চেয়ারম্যান শাহজাহানের সন্ত্রাসী বাহিনী দিয়ে এই হামলা চালিয়ে সজীবকে হত্যার চেষ্টা করে।
এই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বালুচর ইউনিয়নের ১নং ওয়ার্ড হাজী বাজার নামকস্থানে সজীব গেলে নবধারা হাউজিং কোম্পানির চেয়ারম্যান শাহজাহানের সন্ত্রাসী বাহিনী অর্তকিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন