রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণাপূর্বক জাল দলিল করে বোনদের নামে দেয়া জমি তাদের এক ভাই লিখে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায়। মৈকুলী এলাকার মৃত ইয়াদ আলীর মেয়ে গোলরেহান, বাছিরুন ও মনিরা জানান, তারা ৪ ভাই ৫ বোন। ১৩ বছর পূর্বে তাদের বাবা মারা যাবার পর ভাইয়েরা তাদের অসুস্থ মা রাজিয়া খাতুন ওরফে লছিয়ার ভরণ পোষণ করত না। আর তাই তারা তাদের মার ভরণ পোষণের দায়িত্ব নেয়। তাদের মা খুশি হয়ে মৈকুলী এলাকায় ২টি জমিতে গত ৪ মাস আগে তাদের নামে ৬ শতাংশ জমি লিখে দেয়। গত কিছু দিন আগে তারা রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসে খোঁজ নিয়ে দেখেন তাদের এক ভাই শাহাদাত উক্ত জমি শাহাদাতের শাশুড়ী সাহেরা খাতুনকে মা বানিয়ে গত ৩ জানুয়ারির একটি জাল দলিল করে রেখেছেন। জাল দলিলটি বাতিল চেয়ে বর্তমানে নারায়ণগঞ্জ কোর্টে তারা একটি মামলা রুজু করেছেন। এদিকে জাল দলিল নিয়ে কোর্টে মামলা করায় শাহাদাত তার বোনদের শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলায় ফাঁসিয়ে শায়েস্তা করা হবে বলে তার লোকজন দিয়ে নানা রকম হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে। তারা আরও জানান, গত কয়েক বছর আগেও শাহাদাত তার শ্বশুর ইয়ানুস শেখকে বাপ বানিয়ে জাল দলিল বানিয়ে তাদের বাবার মালিকানাধীন ৫২ শতাংশ জমি আত্মসাৎ করে। এ ব্যাপারে অভিযুক্ত শাহাদাত জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়, তিনি তার মা’র কাছ থেকেই জমি লিখে নিয়েছেন বলে দাবি করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন